গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে
রিপোর্ট: দেবলীনা দত্ত আজ দক্ষিণ ২৪ পরগনা, জেলাশাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করা হয় গঙ্গাসাগরে বিষয়।আলিপুরে নব প্রশাসনিক ভবনে আসন্ন ২০২৩ গঙ্গাসাগর মেলা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয় । উপস্থিত ছিলেন জেলাশাসক এবং জেলার সভাধিপ্রতি সামিনা শেখ এবং জেলাশাসক সুমিত গুপ্ত সহ অনেক বিশিষ্ট সরকারি আধিকারিকরা। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা তিনি জানিয়েছেন, যে প্রতি বৎসর যেমনই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসন তৎপর থাকেন ঠিক এ বছরও তারা ততটাই তৎপর। চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে কচুবেড়িয়ায়।দুটো থাকবে