
রিপোর্ট: দেবলীনা দত্ত
আজ দক্ষিণ ২৪ পরগনা, জেলাশাসক দপ্তরে প্রশাসনিক বৈঠক করা হয় গঙ্গাসাগরে বিষয়।আলিপুরে নব প্রশাসনিক ভবনে আসন্ন ২০২৩ গঙ্গাসাগর মেলা উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন হয় । উপস্থিত ছিলেন জেলাশাসক এবং জেলার সভাধিপ্রতি সামিনা শেখ এবং জেলাশাসক সুমিত গুপ্ত সহ অনেক বিশিষ্ট সরকারি আধিকারিকরা।
দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক সুমিত গুপ্তা তিনি জানিয়েছেন, যে প্রতি বৎসর যেমনই গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশাসন তৎপর থাকেন ঠিক এ বছরও তারা ততটাই তৎপর। চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে কচুবেড়িয়ায়।দুটো থাকবে লট এইটে, এছাড়াও এয়ার অ্যাম্বুলেন্স থাকবে একটি।
জরুরী পরিষেবার জন্য দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটাল, কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল ও এসএসকেএম সহ এম.আর বাঙ্গুরের ব্যবস্থা থাকবে। কালীঘাট তারাপীঠ ছাড়াও অন্যান্য যে সকল তীর্থস্থান আছে সেই সকল পূর্ণ তীর্থস্থানের অস্থায়ী মন্দির হিসাবে তুলে ধরবে গঙ্গাসাগরের বুকে। কারণ দূর দুরান্ত থেকে যে সকল পূর্ণর্থীরা গঙ্গাসাগরে স্নান করতে আসেন এই সকল জায়গাগুলি ঘুরে দেখতে পারেন না, সেই কারণেই মূলত এই অস্থায়ী মন্দিরগুলি গড়ে তুলবে জেলা প্রশাসন।
কোভিড বিধি নিয়ে যেমন ভাবে নির্দেশ আসবে তেমনি ভাবে কাজ শুরু হবে। মোট ৫০০টি বেসরকারি বাসের ব্যাবস্থা থাকবে পাশাপাশি হাওড়া থেকে কাকদ্বীপ পর্যন্ত পর্যাপ্ত ট্রেন পরিষেবা থাকবে এছাড়াও কচুবেড়িয়াতে ২২০টি বেসরকারি বাসের ব্যাবস্থা থাকবে।
করোনা প্রকোপ বেড়ে যাওয়াতে চিন্তার ভাঁজ ফেলেছে সরকারের মুখে, তা সত্বেও সাংবাদিকদের উপচে পড়া ভিড়ে কারো মুখে মাস্ক ছিলনাI অত্যন্ত দুর্বজনক ঘটনা, অথচ সরকার থেকে বলা সত্ত্বেও সকলে নির্বিকার।
Follow THECITIZENSNEWSDOTCOM to stay updated on their latest posts!
0 comments
Be the first to comment!
This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.