আমি মাছ খাই না
আমি মাছ খাই না" মুহাম্মদ ফায়জুর রহমান এই লেখাটি একটি অপ্রত্যাশিত লেখা বলেই আমি মনে করি। কিছু জিনিষ লিখনীর পূর্বে অবশ্যই একটি ইতিবাচক দিক থাকে অথবা বলা যায় যে প্ল্যান করেই লেখা। ঠিক যেমন আমি কারো থেকে দুয়া চাওয়ার জন্য প্ল্যান করেই স্ট্যাটাস লিখে জানিয়ে দেই; যাতে করে আমি দুয়া কামনা করতে পারি অন্যদের থেকে। কিন্তু আজের বেলায় ব্যাপারটি ভিন্ন। আমি এই লেখাটির জন্য কোনো পূর্বপরিকল্পনা করিনি। তবে আমি মাছ খাওয়ায় পূর্বপরিকল্পনা করেছিলাম। কিন্তু মাছ খাওয়ায় পরিকল্পনায় অপ্রত্যাশিত এই লিখনীর আবিষ্ক