সোনালী
আমি তখন অনেক ছোট। সাত আট বছর বয়স হবে। আমার বাড়ির আশেপাশে সমবয়সীর সঙ্কটের কারণে নানিরবাড়িতেই বেশি সময় কাটাতাম। সারাদিন রান্নাবাটি খেলা, পিকনিক করা, দৌড়াদৌড়ি, পরীপরী খেলা, কুমির কুমির খেলা, চুইংগাম খেলা আরও কত কি! শীতের সময় ছাদে গোসল করার এক অন্যরকম মজা ছিল। এভাবেই দিন কাটতে থাকে। একদিন শীতের দুপুরে ছাদে বসে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল আম্মু। তরকারি হলো জিয়েল মাছের ঝোল। জিয়েল মাছের মাথা শক্ত হওয়ায় আমরা তা খাই না। আম্মু মাথাসহ মাছের কাটাটি আমাদের পাটির একপাশে রেখে দিল। হঠাৎ দেখলাম একটি অপূর্ব বিড়া