0 comments

Be the first to comment!

This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.

mdparvez10

FreeImage

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না। মনে রাখবেন❗ বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে- আমাদের নবী (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত বুলিয়ে ছিলেন,কোলে বসিয়েছেন। বিড়াল সেই প্রাণী যে, পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়। বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়।তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না। বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেওয়া হয়। বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন। বিড়াল সেই প্রাণী যার জিহ্বা দ্বারা চাটা পানিতে আল্লাহর হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন। বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে ফেলা হারাম এ কারণে জাহান্নামে যেতে হবে। [ সহীহ মুসলিম -৫৭৪৫] রাসূল (সাঃ) বলেছেন বিড়াল অপবিত্র (প্রাণী) নয় বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে থাকে। [ সুনানে আবু দাউদ-৭৬ ]

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা