সূরা ফালাকের আলোচনা
সূরা ফালাকের আলোচনা _________________________________ قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِ ۙ মুফতী তাকী উসমানী বল, ১ আমি ভোরের মালিকের আশ্রয় গ্রহণ করছি মাওলানা মুহিউদ্দিন খান বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার, ইসলামিক ফাউন্ডেশন বল, ‘আমি শরণ নিচ্ছি ঊষার স্রষ্টার —আল ফালাক্ব - ১ مِنۡ شَرِّ مَا خَلَقَ ۙ মুফতী তাকী উসমানী তিনি যা-কিছু সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে মাওলানা মুহিউদ্দিন খান তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে, ইসলামিক ফাউন্ডেশন ‘তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, —আল ফালাক্