লকডাউন ২
মুন্সিপুকুর : আমার দৈত্যটা দেখি অনেক উন্নত করেছে...সুজন কুলিং কর্নার, নাজিম স্টোর এগুলা হটিয়ে সে একটি রেস্টুরেন্ট খুলেছে..নাম দিয়েছে "কাপল কর্নার "... এখন সমস্যা হলো এই রেস্টুরেন্ট নাকি হান্নানের ভোলা কমিটি চায়ের দোকানের ভাত মেরে দিয়েছে...এটা হওয়ার পর থেকে আর কেউ হান্নানের কাছে ঘাম মাখা রুটি খেতে যাই না...আমি ভাবলাম ঘুরে আসি একটু রেস্টুরেন্ট টার থেকে..গিয়ে পিছনের দিকে বসলাম..কাস্টমার আছে ভাল..খাবার অর্ডার দিলাম..হটাত দেখলাম মোজাম্মেল বসে আছে...সে হলো কসাই কোরবানির সময় বাড়ি বাড়ি গিয়ে গোস্ত কাটে