মনে পড়ে আজও তোমাকে
ভূলে গেছো হয়তো আমায়
সৃতির পর্দাই গিয়ে দেখো,
আমি আজও আছি তোমার অপেক্ষায়।
বেদনার নীল জলে
একাকীত্বই নিঃসঙ্গতার জীবন,
আজ গুমরে কাঁদে
কোন এক অবেলায়।
স্বপ্নগুলো আজ মলিন হল
তোমার অবহেলায়। হাতটি ছেড়ে চলে গেলে
অন্যের হাত ধরে,
পাষান তুমি বুঝতে চাওনি
আমার মনটি কাঁদে অঝরে।