মানুষ মানুষের জন্য
মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সাথে সুসম্পর্ক তৈরী করা ও সহযোগীতার সৌন্দর্য্য উপলব্ধি করা। আমরা দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে এবং পারি মানবতার পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করতে। সাধ্য মতো মানবসেবায় নিজেকে উৎসর্গ করা ধর্ম ও মানবিকতার দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। সাহায্য করা অনেক ভাবেই হতে পারে। কথা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সঙ্গে থেকেও সাহায্য করা যায়। মানুষের জন্যই মানুষ।