নেইমারের পিকচার , নেইমারের
নেইমার যার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন। নেইমার গোটা বিশ্বে নিজেকে পরিচিত লাভ করেছে নিজেকে উদীয়মান ফুটবলার হিসেবে নেইমার মাত্র ১৯ বছর বয়সে তিনি ২০১১ এবং ২০১২ সালে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন। এমনকি নেইমার ফিপা ব্যালন ডিঅরের জন্যও মনোনয়ন লাভ করেন আর সেখানে তার স্থান ১০ম স্থানে। তার খেলার মধ্যে আমরা দেখতে পাই তার ত্বরণ, গতি, বল কাটানো, সম্পূর্ণতা এক ধরনের চমৎকার অভিজ্ঞতাসম্পর্ণ।আর এই জন্যই তার খেলার ধরণ তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা প্রশংসিত, বিশ্বে প্রচুর ভক্ত, মিডিয়া এবং সাবেক ব্রাজিলীয় ফুটবলার পেলের সঙ্গে তুলনা করা হয় নেইমারকে।আর পেলে নিজেও নেইমার সম্পর্কে বলেছেন, একজন অসাধারণ খেলোয়াড় নেইমার।