mdparvez10

FreeImage

শাপলা ফোটা সাতলা বিল

সানির বাবা ব্যাংকে চাকরি করেন। এ জন্য তারা শহরে বাস করে । বাবা তেমন ছুটি পায় না বললেই চলে। তার উপরে সানির স্কুলের লেখাপড়ার চাপ। তাই গ্রামে তেমন একটা যাওয়া হয় না। এ বছর তালপিঠা খাওয়ার উদ্দেশ্যে তারা ভাদ্র মাসে গ্রামে মামার বাড়ি বেড়াতে গেলো। ছোট মামা সানিকে নিয়ে শাপলার বিল দেখাতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো। শুনেই সানি যাওয়ার জন্য উৎফুল্ল হয়ে উঠলো। শাপলা আমাদের জাতীয় ফুল। তাই সানির শাপলা ফুল খুব পছন্দ। সানি মামার কাছে জানতে চাইলো ---- মামা শাপলার বিলটি কোথায়? মামা বললেন শোনো ---- বর্ষাকালে আমাদের দেশে বিলে ঝিলে শাপলা ফোটে। তার মধ্যে অন্যতম একটি স্থানের নাম হলো সাতলার বিল। বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। মামা সাতলার বিলে কি শাপলা চাষ করে? না শাপলা চাষ করার দরকার হয় না। এখানে কবে থেকে শাপলা ফোটা শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় এখানে লাল, সাদা আর বেগুনি এই তিন ধরনের শাপলা জন্মে। তবে লাল শাপলা সবচেয়ে বেশি দেখা যায়। সাতলা গ্রামের প্রায় ১০ হাজার একর জলাভূমিতে শাপলা জন্মে। এক পলকে মনে হবে, লাল শাপলার কোনো চাদর। পুরো বি

শাপলা ফোটা সাতলা বিল