এ হাদীস থেকে কয়েকটি বিষয় জানা যায়-
* রাসূল (সা.) চিন্তা-গবেষণা করে গাছটি কি তা উল্লেখ করতে বলেছেন। অর্থাৎ সত্য উদঘাটন করতে হলে চিন্তা-ভাবনা করতে হবে।
* একজন শিক্ষকের কাজ হলো শিক্ষার্থীদের শুধু মুখস্ত করানো নয় বরং অনুধাবন ও গবেষণার প্রতি মনোনিবেশ করা।
* শিক্ষাদানের একটি পদ্ধতি হলো প্রশ্নত্তোর পদ্ধতি । শিক্ষক প্রশ্ন করে শিক্ষার্থীদের পাঠের দিকে নিয়ে যাবেন।
* শিক্ষার্থীদের পাঠদানের পূর্বে প্রশ্ন করে তাদের পূর্বজ্ঞান যাচাই করে পাঠদানে মনোযোগী করবেন।