A middle family ( time)


Shohag2023/07/24 14:13
Follow
A middle family ( time)

মুখ ঢেকে টিসিবির লাইনে। মধ্যবিত্ত এগিয়ে যেতে বাধ্য হচ্ছে, নিম্নবিত্ত মানুষের কাতারে। পারিবার নিয়ে সমস্যায় মধ্যবিত্ত, কোন পথেই যেন আর খোলা নেই। বর্তমান সময়ে ঘড় ভাড়া , কারেন্ট মিটার ,গ্যাস বিল, পানির একটি নির্ধারিত মূল্য ঘড়ের মালিকের নিকট প্রদান সহ, ময়লার বিল, দাড়োয়ান বিল, সহ বাচ্চাদের স্কুলের বেতন, স্কুল ড্রেস, পরীক্ষার ফি, নির্ধারিত দোকান থেকে বই কেনা, স্কুল টিচারের নিকট কোচিং করতে বাধ্য করা, অন্যথায় ফেল করা সহ , প্রতিবছর একই স্কুলে নতুন ক্লাসে ভর্তি ফি নির্ধারিত পরিশোধ করতে বাধ্য করা , তার পর আসি ,বাসার বছর বছর ভাড়া বৃদ্ধি সহ, অনেক ধরনের চাপ সৃষ্টি যেমন - রাত ১২ টার বাড়ির গেট বন্ধ সহ , এমন করা যাবে না, এমন হয়েছে কেন? আপনার বাচ্চা এতো কান্না করে কেন? এতো শব্দ করে কেন? ঘন ঘন মেহমান আসে






কেন? ছাদে যাওয়া যাবে না। কোন রকম জানানো ছাড়া ,আশে পাশে ভাঙচুর সহ ,সব ধরনের কাজ কাম শুরু। কিছু বলতে গেলে, আপনি দয়া করে, এ মাসেই ঘড় ছেড়ে দিবেন। তার পর চাল, ডাল সহ সকল পন্যের দাম বৃদ্ধি, তার পর বাসে উঠতে হয়, সকল মানুষ কে পাল্লা দিয়ে,নামার সময় ও একই অবস্থা,আর সিট তো অসম্ভব, পরিবারের সদস্যদের নিয়ে বাসে উঠার কোন অবস্থা নেই, নেই কোনো সাহায্যের হাত, হোক বয়স্ক, পুরুষ কিংবা মহিলা, কিশোর অথবা কিশোরী, অথবা কোন নবজাতক শিশু , কেউ যেন আর এই মানবতা দেখাতে নারাজ। আ র চিকিৎসা সেবা নিতে গিয়ে, আমার সাথের এক কলিগের ক্ষুদ্র প্রতিষ্ঠান শেষ, অবশিষ্ট তার সাথে থাকা হোন্ডা টা , যা দিয়ে এখন সে, মানুষ আনা নেয়ার কাজ করে, পরিবারের সবাই কে নিয়ে জিবন যাপন করে । তার পরে জানা গেছে ক্লিনিকের ভুল রিপোর্টের কারনে তার পরিবারের ভুল চিকিৎসা করানো হয়েছে। এদিকে তার সব শেষ।

তার পর তার নিজের কেনা জায়গা, আর এক জন দখল করে আছে, আজ প্রায় ৯ বছর , কাগজ পত্র সব ঠিক আছে, মামলা দায়ের করা হয়েছে আজ ৭বছর , কিন্তু আজ অবধি কোন ব্যবস্থা নেয়া হয় নি। আজও মামলা চলছে। আর রাস্তার বর্তমান যেই সমস্যা বাইক এপাশ থেকে ওপাশে নিয়ে যেতেই সময় শেষ , তার উপর তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি। আরো বলা যাবে এই মধ্যবিত্ত পরিবারের কাহিনী , এতো সহজে শেষ হবে না। অবশেষে বলতে চাই - কারেন্ট এই আছি এই নাই, আশে পাশে গাছের কোন দেখা নাই , অক্সিজেনের বড়ই অভাব, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছি টিসিবির, মুখে মাস্ক, যেন কেউ আমাকে চিনে না ফেলে। তবে সমাজ ও পৃথিবীর অবস্থা যেমনি হোক না কেন, রোমিও.. রা সবসময় একই রকম থাকে, মানে বলতে চাচ্ছি - পাশে একটি ছেলে দাঁড়িয়ে, সেই প্রথম হতে মজা নিচ্ছে , মন চাচ্ছে হাতের ব্যাগ টা -রোমিও হাতে ধরিয়ে,একটু সুবিধা নিতে ।

-------

ভুক্তভোগী

(সংগ্রহ)


Share - A middle family ( time)

Follow Shohag to stay updated on their latest posts!

Follow

0 comments

Be the first to comment!

This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.