mdparvez10

FreeImage

ময়ূর

ময়ূর Phasianidae গোত্রের বড়, চমৎকার ও আকর্ষণীয় রঙের পাখি। ইংরেজিতে এগুলো সাধারণভাবে Peafowl নামে পরিচিত হলেও পুরুষ ময়ূূরকে Peacock ও স্ত্রী ময়ূূরকে Peahen বলা হয়। এ উপমহাদেশের নীল ময়ূর সহজেই মানুষের সাহচর্যে বাস করতে অভ্যস্ত হয়ে পড়েছে। এ ছাড়া সবুজ ময়ূরও এ অঞ্চলে বেশি দেখা যায়। হিন্দু পুরাণশাস্ত্রে ময়ূরকে এক পবিত্র পাখি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৬৩ সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়। ময়ূরের পালক অসাধারণ উজ্জ্বল, ধাতব আভাযুক্ত সবুজ ও নীল রঙের। লেজের উপরিভাগের পালকগুলো অতিশয় লম্বা; পেখম মেললে এর দৈর্ঘ্য হয় এক মিটারের বেশি। তামাটে সবুজ ও নীল রঙের সংমিশ্রণে সজ্জিত চওড়া পালকে অলংকৃত থাকে রঙিন চোখের মতো বড় বড় ফোঁটা দাগ। স্ত্রী ও পুরুষের প্রণয়লীলার সময় মেলানো পেখমের আন্দোলন অতি বৈশিষ্ট্যময়। ময়ূরের মাথায় থাকে একটি মুকুট, মাথার দুই পাশ সাদাটে, পালকবিহীন। লেজের পালকসহ পুরুষ ময়ূরের দৈর্ঘ্য হতে পারে ২ থেকে ২.২৫ মিটার, স্ত্রী পাখি লম্বা হয় প্রায় ৮৬ সেন্টিমাির। ময়ূরের সব প্রজাতি সাধারণত বনে বাস করে এবং মাটিতে বাসা বাঁধে। তবে মাঝেমধ্যে লোকালয়েও দেখা যায়। ময়ূর সর্বভুক। সাধারণ

ময়ূর