Milan2023/01/01 06:52
Follow

প্রচন্ড বৃষ্টি তাই খাতার পাতা ছিঁড়ে নৌকা বানিয়ে জলে ছাড়ছিলাম আর ছোটবেলা মনে করছিলাম এমন সময় একটা উড়ন্ত জুতা এসে আমার গালে পড়লো আর মা চিৎকার করে বোল্ল,তোর বাবা খাতাটা এনেদিয়েছিল লেখার জন্য, তোর নৌকা বানানোর জন্য নয় সঙ্গে সঙ্গে আমিও বলে উঠলাম আমি তোমাকে এটাই বোঝানোর জন্য কাজটা করছি বাবা তোমাকে জুতা টা এনে দিয়েছিল পায়ে পরার জন্য যখন তখন আমাকে ক্যালানোর জন্য নয় * কথাটা শেষ হওয়ার আগেই ২নং টা ও সজোরে গালে এসে পড়লো

Follow

Support this user by bitcoin tipping - How to tip bitcoin?

Send bitcoin to this address

0 comments