ফকির সমাচার ২


Guest2022/12/30 17:49
Follow

দরজাই ফকির দাঁড়ানো ৩ টা। দাড়ানোর এটিটিউডে মনে হচ্ছে হেভি মেটাল ব্যান্ডের ফটোশুট চলতেছে। ৩ জন ৩ দিশাই তাকিয়ে আছে।

আবার কিছুক্ষনের জন্য এদের দেখে লাগতেছে দুদক কমিটির মানুষ আমার বাসাই বিটকয়েন পাইছে তাই রেইড মারতে এসছে।

কি চাই জিজ্ঞেশ করতেই ৩ জন তিন রকমের ডিমান্ড করল। একজন বলে কি, " ভাই কিছু খেতে দেন পাস্তা-টাস্তা। আরেকজন বলে, " ভাই আমারে টাকা দেন কিছু"। অন্যজন তো আরো এক কাঠি উপরে, " ভাই, টাকার তেমন অভাব নাই আপনি আমারে কাপড় দেন কিছু"

অতি বিনয়ের সাথে জানালাম আমার কাছে টাকা নাই। তারা সম্মিলিত ভাবে বলল, "Literally Us".🙂

!!!

ভিতরে নিয়ে গেলাম। বসে আছে তারা।

একজন আমার পিসির RGB লাইটের দিকে কুত্তার মরা লাশ দেখছে মত নাক সিটকিয়ে বলল, "ভাই কি রাত্রে হেভভি নাচেন মনে হয় ডিসকো?"

ধুর ফকিন্নি ওরে কি বুঝাবো RGB কি। আমার গার্লফ্রেন্ড আমাকে শখ করে গিফট করেছিল এই RGB ওয়ালা কুলার।

দেখেন আমার মতে একজন আদর্শ বয়ফ্রেন্ড এর উচিত তার গার্লফ্রেন্ড কে শপিং খরচ, মোবাইল খরচ বাবদ তার স্যালারির একটা অংশ অফার করা। এবং একজন আদর্শ গার্লফ্রেন্ড এর বৈশিষ্ট্য হবে সে এই টাকা টা না নেওয়া। আমার ক্ষেত্রে ও সেইম।

**

যে কাপড় চাইল তাকে একটা শিরোনামহীন এর হেভি মেটাল টি-শার্ট দিলাম। সে এটা হাতে নিয়ে বলল,

- ভাই এটা ওইটা না শ্রাবণধারাআ আ গাইছে যে?

- না ভাই এটা হইল এই অবেলাই গাইছে

- ধুরু না ভাই আপনে আমার থেকে বেশি জানেন?

তার সাথে তর্ক না করে হাসি মুখে এগিয়ে গিয়ে লাথি দিয়ে বের করে দিলাম

**

পাস্তা যে চাইছিল তাকে একটা Quick Pasta রান্না করে দিলাম। সে বলে কি ভাই পাস্তা দিছেন নাচোজ দিলেন না? চিজ দিলেন না? আমার থেকেও বড় ফকিন্নি দেখি আপনে lmao XD৷

- ভাই lmao কি?

- জানি না ভাই এই বছর নতুন শিখছি।

বিনয়ের সাথে তার ঘাড়ে হাত বুলিয়ে একটা আলতো ধাক্কা দিয়ে ৪ তলা সিড়ি থেকে ফেলে দিলাম।

যে টাকা চেয়েছিল তাকে কোনো কথা ছাড়া ঝাড়ু দিয়ে দৌড়ানি দিয়েছি যাতে সে আবার বলে না বসে, "Bruh কিছু টাকা দেন একটা RTX gpu কিনব।

বিঃদ্রঃ গার্লফ্রেন্ড এর যেটা লিখেছি সেটা সম্পূর্ণ মিথ্যা। আমার কোনো গার্লফ্রেন্ড নাই আমি এতটাই নাল্লা🙂 এই কষ্টে সুইসাইড নোট লিখলাম, পোস্ট ও করে দিলাম।সুইসাইডের আগ মুহুর্তে কমেন্ট চেক করতে বসে দেখি কত গুলা কামলা কমেন্ট করতেছে ভাই পাবলিক করেন শেয়ার দিব।

ধুর শালারা মর তোরা তোরা..

Share - ফকির সমাচার ২

Follow Guest to stay updated on their latest posts!

Follow

0 comments

Be the first to comment!

This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.