২০৩০ সালের কথা,
মুন্সি পুকুর ফার্নিচার এর কালাম গাছ কাটতেছে এমন সময় সিকান্দার পাগলা এসে বলে কি, " আমি তোমার এই কাঠ কাধে করে তোমার বাসায় নিয়ে যাব তুমি আমাকে কি দিবা?"
কালাম বলছে, " কিছুই না "
সিকান্দার বলে কি, "আচ্ছা বাদ দাও চলো দিয়ে আসি"
কালাম বলে কিরে ও তো পাগল থাক গিয়ে...
এখন সিকান্দার বাসায় কাঠ নিয়ে যাওয়ার পর কালাম কে বলল," হইছে আমি বাসায় নিয়ে আসছি এবার তোমার 'কিছুই না' জিনিসটা দাও"
কালাম পড়ছে মহা বিপদে...এখন সে এটা কই থেকে দিবে..এখন তার ফয়সালা করতেই আমার কাছে আসতেছে...আমি তখন হান্নানের দোকানে কোকাকোলা খাইতেছি...দেখলাম সিকান্দার ছাড়ার পাত্র না...
আমি আস্তে ধীরে আমার কোক শেষ করে খালি বোতল টা সিকান্দারের দিকে ছুড়ে মারলাম..বললাম," এখন তাইলে তোমার কি লাগবে যে?"
ও বলে কি, " কিছুই না"
আমি খালি বোতল টা ওকে দিয়ে বললাম," এটার ভিতর কি আছে?"
সে বলল," কিছুই না"
আমি বললাম, " যাও ওই কিছুই না টা নিয়ে কেটে পড়"..
শালা আমার উপর বাটপারি করতে আসছে..
0 comments
Be the first to comment!
This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.