বেচে থাকার প্রতি কোনো আগ্রহ বোধ করছি না।মাস দেড়েক আগে আমার প্রেমিকা তরীর বিয়ে হয়ে গিয়েছে আর আমি কিছু করতে পারলাম না।এই অধম জীবন রেখে কি লাভ? বিশ্বাস করেন ওইদিন ই নিজের জীবন টা শেষ করে দিতাম যদি না আমার জীবনে নাদিয়ার আগমন না ঘটত।
আসলে তরীর বিয়েতেই নাদিয়ার সাথে দেখা।খেতে বসে মুরগীর লেগ পিস সবচে বড়টা আমার প্লেটে তুলে দিয়েছিল সেই জন্য আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম।
সেই নাদিয়াই আমার মন বিদ্ধস্ত করে দিয়ে আরেকজন এর বিয়েতে আমারই চোখের সামনে একটা ছেলেকে চিংড়ির পিস বড়টা তুলে দিল।আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম! হাতের কাছে একটা ছুড়ি ছিল একটা।বিশ্বাস করেন ওইদিন ওই ছেলেকে মেরেই ফেলতাম এবং নিজের জীবন ও শেষ করে দিতাম যদি না সাদিয়া আমার হাত ধরে আমাকে শান্তনা না দিত।আসলে সাদিয়া হলো নাদিয়ার বড় বোন।সেই আমাকে এদের হাতেনাতে ধরতে সাহায্য করেছে।বুঝলাম সাদিয়া আর আমি মেইড ফর ইচ আদার।রিলেশনের ১৫ মিনিটের মাথাই সে প্রতিজ্ঞা করে বলেছে আমাকে ছাড়া সে বাচবে না।আর কি লাগে জীবনে??
তবে মেয়েটা বড্ড বাচ্চাসুলভ।একবার বলেছিলাম যে, " জানো? আমার ইচ্ছা করে অমবস্যা রাতে চাদের আলোতে তুমি আর আমি খেয়াপারে জোসনা বিলাসে যাব"
সে বলল," নদীর পাড়ে তো আমাদের দাড়োয়ান হাগতে যাই ওখানে কেন যাব? আর রাতে জোসনা বিলাস করব না? অমাবস্যার রাতের পর সকাল বেলা ওখানে অনেক চ্যাং মাছ আসে।আমরা ওগুলো ধরব।ঠিক আছে?
কি আর করা! ব্যাং মাছ- চ্যাং মাছ ধরে দিন ভালোই যাচ্ছিল হটাত শুনলাম তাকে নাকি লন্ড্রীর দোকানের সাকিব এর সাথে পার্কে দেখেছে কারা!
জীবন এত নিষ্টুর! এই জীবন আর কতবার ধোকা দিবে? বিশ্বাস করেন আজকেই জীবনটা শেষ করে দিতাম যদি না কিছুক্ষন আগে ফেইসবুকে আমার ফটোতে তানহা "nice" কমেন্ট না করত।
সত্যিকার ভালোবাসার দাম নাই!! যাক আমি এগুলা বলে লাভ নাই ছোট ছোটর মত থাকি...😞😞
বি:দ্র: গল্পের সাথে আমার কোনো মিল খুজতে যাইয়েন না
0 comments
Be the first to comment!
This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.