বিশ্ব কবি রবিন্দ্রনাথ ঠাকুর। এর জীবনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। Rd musicbd. MD ROBIULISLAM.

কবি রবিন্দ্রনাথ ঠাকুর।
প্রকৃত নাম : রবিন্দ্রনাথ ঠাকুর।
উপাদী : বিশ্ব কবি।
ছদ্ম নাম : বানুসিংহ৷
জন্ম পরিচয় : রবিন্দ্রনাথ ঠাকুর। (২৫ শে বৌশাখ ১২৬৮ সালে) ৭ই মে ১৮৬১ খ্রিষ্টাদ্বে কলকাতায় জোডা সাকোর গ্রামে বৃক্ষাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
পিতার নাম : মহষিদেবন্দ্র নাথ ঠাকুর।
মাতার নাম : সারদা দেবি।
দাদার নাম : প্রিন্স দ্বাবকনাথ ঠাকুর।
দাদীর নাম : বানুপা দেবি
তার ভাই বোনের সংখ্যা : ১৪ জন।
তার সংসার জীবন : ১৮৮৩ সালে ৯ই ডিসেম্বর ভাবতারিনি দেবির সথে তার বিয়ে হয়। তার শশুর তারে মৃণালিনী দেবি নামে ডাকতেন।
পুরুষ্কার ও সম্মাননা : তিনি গিতান্জ্ঞালি কাব্যের জন্যে একমাত্র বাঙালি হিসাবে ১৯৩৬ সালে নোবেল পুরুষ্কার লাভ করেন।
তিনি ডি,লিট ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৬ সালে। একই সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও ডি,লিট ডিগ্রি লাভ করেন। অক্রোসফোড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪০ সালে ডি,লিট ডিগ্রি লাভ করেন।
উল্লেখযোগ্য সাহিত্য কাব্য : বনফুল, মানুষী, প্রবাদ সঙ্গীত, কবি কাহিনি, সবগুলো ১৮৯৩ সালে প্রকাসিত।
সোনার তরি, ক্ষণিকা, কল্পনা, ১৯০০ সালে প্রকাসিত।
গিতজ্ঞলী ১৯১০ সালে। উৎসর্গ ও মহুয়া ১৯৩৬
সালে। জন্মদিনে, কনিকা, গিতালী ১৯৪১ সালে প্রকাসিত।
তার মৃত্যু : ৭ই আগষ্ট ১৯৪১.
Writing : Md Robiulislam
Follow Md Robiulislam ( Rd musicbd) to stay updated on their latest posts!
0 comments
Be the first to comment!
This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.