(১) আমার নাম :- md Nihan
(২) পরিবারের সবাই আমাকে ভালোবেসে নিহান বলে ডাকে।
(৩) আমি পরিবারের সবার বড়
ছেলে। তাই ভাই-বোনদের মাঝে আমিই সবচেয়ে আদরের।
(৪) আমি দশম শ্রেণী একজন নিয়মিত ছাত্র।
(৫) আমি ফটো এডিটিং করতে ভালবাসি
(৬) আমার পড়াশোনার পাশাপাশি টিউশন করি।
(৭) আমার স্বপ্ন আমি একজন ব্যাংকার হওয়া।
(৮) পড়াশোনা শেষ করে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই।
(৯) আমার পরিবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমিও তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই।
(১০) আমি বাহ্যিক সৌন্দর্য থেকে হৃদয়ের সৌন্দর্যকে বেশি প্রধান্য দেই।
(১১) আমার কাছে সবচেয়ে পছন্দের কাজটি হলো পিপাসার্তকে পানি পান করানো।
(১২) আমি ব্যক্তিগত ভাবে স্রষ্টার হুকুম মেনে চলার চেষ্টা করি।
(১৩) আমি আমার মায়ের রান্না কাজে সর্বদা সহযোগিতা করি।