MA - The poem by habu


habu2022/02/26 05:41
Follow

Mother is very valuable person in the whole world. In your bad time, no one will help you, there is no one care about you without your mother. So love your mother, care your mother because only she deserved it from you.Love your Other cause she aspects it from you in her every single time.

MA - The poem by habu

Ma-

মা বড়ো আপন

ওগো

মা বড়ো আপন,

মা কে ছাড়া কেমনে করি আমি জীবন যাপন,

শত কষ্ট ভুলে মা মুখে তুলে দেয় অন্য,

সেই মা কে দুরে ঠেলে কেমনে হই আমি ধন্য।

আধঁার রাতে নিবিড়ভাবে নিয়োজিতো ছিলো সে আমার সেবায়,

আজ বৃদ্ধ বেলায় কোন সুদূরে পরে রয় অবহেলায়।

তুমি যদি সেদিন আমায় করতে অবহেলা,

আজ হয়তোবা তোমার ছেলে গড়তোনা দালান কোঠা।

আজ তুমি বৃদ্ধা বলিয়া ছেড়েছি তোমার হাত,

আমি ভুল করেছি মা

মাফ করে দাও তোমার ছেলের পাপ।


Share - MA - The poem by habu

Follow habu to stay updated on their latest posts!

Follow

0 comments

Be the first to comment!

This post is waiting for your feedback.
Share your thoughts and join the conversation.