シェア - পৃথিবীর সবথেকে দামি সম্পদ আপনার নিজের সুস্থ মানসিকতা

bishalbhuyan

無料画像

পৃথিবীর সবথেকে দামি সম্পদ আপনার নিজের সুস্থ মানসিকতা

আমাদের সবার জীবন ভিন্ন। আমরা জীবনে কে কি করতে চাই, কিভাবে বাঁচতে চাই, আমাদের সেই চিন্তাভাবনাও ভিন্ন। তাই যার যার সফলতার সংজ্ঞা তাদের নিজেদেরকেই ঠিক করে নিতে হবে। তবে সফল হওয়াটাই মুখ্য বিষয় না। তার চেয়েও জরুরী হচ্ছে নিজের ঠিক করে নেওয়া সফলতার পথে চলার সাহস রাখা। সেই পথে চলতে গিয়ে জীবনে বহু বাধা বিপত্তির সম্মুখীন হয়েছি, বহুজনের বহু পথ নির্দেশনা পেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত শুধুই নিজের পথে চলেছি। এই চলার মধ্যে যে আনন্দ আছে, যে আত্মতৃপ্তি আছে, সেটা অন্যকে দেখে নিজের সফলতা নির্ণয় করে, বা অন্যের চোখে সফল হবার পিছনে ছুটে কখনোই পাওয়া যায় না। অন্যের ক্ষতি না করে, কাউকে না ঠকিয়ে, ছোট না করে, আঘাত না দিয়ে, সততার সাথে নিজের পছন্দের পথে চলতে অনেক পরিশ্রম অবশ্যই করতে হয়। কিন্তু সেই সৎ পথে আমরা জীবনে যা কিছু করতে চাই, যেভাবে বাঁচতে চাই, তেমনটা করতে পারার সাধ্য, সামর্থ্য, স্বাধীনতা অর্জন করাই আমার কাছে সফলতা। যেমন অনেকের কাছে স্বাধীন দেশের পরাধীন নাগরিক হয়ে বেচেঁ থাকাও সফলতা। বা হয়তো টাকা থাকা মানেই সফলতা, যদিও পৃথিবীর প্রেক্ষাপটে তার মূল্য প্রায় শূন্য কারণ সুস্থ মানসিকতা আর জন্য

পৃথিবীর সবথেকে দামি সম্পদ আপনার নিজের সুস্থ মানসিকতা