0 件のコメント

この投稿にコメントしよう!

この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。

Modhu Shudon Rd

無料画像

শ্রীকৃষ্ণ মাতা রুক্মিনী রাধা রানী প্রেম

ও৩ম্ নমস্কার🙏🚩 শুভ জন্মাষ্টমী 💜🚩 যদি একজন সাধারণ সনাতনী হিন্দুকে জিজ্ঞেস করা হয় শ্রীকৃষ্ণ কে?তবে অধিকাংশ সময়ই আমরা যে উত্তরগুলো পাই তা অনেকটা এমন- শ্রীকৃষ্ণ হলেন ঈশ্বরের অবতার যিনি পৃথিবীতে অবতরণ করেছিলেন দ্বাপর যুগে সাধুদের রক্ষার্থে ও দুষ্টদের বধ করতে,শ্রীকৃষ্ণ হলেন সেই ব্যাক্তি যিনি রাধা নামক এক নারীর সাথে প্রেমলীলা করেছেন,গোপীদের সাথে রাসলীলা,মাখন চুরি,গোপীদের বস্ত্রহরণ সহ আরও অনেক কলুষিত কর্মকান্ড। যদি আপনার উত্তরটিও এমনই হয়ে থাকে তবে আপনিও শ্রীকৃষ্ণ চরিত্র সম্পর্কে অন্ধকার সমুদ্রেই নিমজ্জিত আছেন।মধ্যযুগীয় ধুলো-ময়লার স্তুপ থেকে আপনি শ্রীকৃষ্ণের আসল রূপটি সম্পর্কে ধারণা লাভ করার কোনো প্রচেষ্টাই হয়তো করেননি।আপনি জানেন না শ্রীকৃষ্ণ নামক চরিত্রটির বাস্তবিক স্বরূপ।শ্রীকৃষ্ণের রাজনীতি,যুদ্ধবিদ্যা,তাঁর রাজত্ব,তাঁর জ্ঞান,কূটনৈতিক কৌশল এইসবকিছুর সম্পর্কে হয়তো কোনো ধারণা নেই।কিন্তু এই বৈশিষ্ট্যগুলোই তাঁর চরিত্রকে বাস্তবে ফুটিয়ে তোলে।কিন্তু আমাদের মধ্যে ৯০% লোকই তা সম্পর্কে অজ্ঞতার তিমিরেই পড়ে রয়েছি। চলুন জেনে নেই মহাভারতকালীন সময়ে শ্রীকৃষ্ণ কেমন ছিলেন- ১। পিতামহ ভীষ্মের দৃষ্

শ্রীকৃষ্ণ মাতা রুক্মিনী রাধা রানী প্রেম