জীবন সংগ্রাম
জীবন মানে যন্ত্রনা,বেচে থাকার সাধনা।দুনিয়াতে ভাল ভাবে বেচে থাকাটা বরই কসটের।একজন মানুষ যখন দুরবল হয়ে যায় আরথিক ভাবে তখন তার পাশে খুব কম লোকই থাকে।কেউ উপরে তোলার জন্য হাত এগিয়ে দেয় না।যারা আগে অনেক উপকার করেছে তারাও এখন সরে যাবে।কারন তারা তখন বলবে শিক্ষা হওয়ার দরকার।আর শেই সিক্ষা দিতে গিয়ে তার আগামি জীবন হয়ে উটে আরও ভয়াবহ।এ ভাবেই এক সময় জীবন এর সাথে যুদ্ধ করতে করতে হেরে যায়।