প্রেম?
বেচে থাকার প্রতি কোনো আগ্রহ বোধ করছি না।মাস দেড়েক আগে আমার প্রেমিকা তরীর বিয়ে হয়ে গিয়েছে আর আমি কিছু করতে পারলাম না।এই অধম জীবন রেখে কি লাভ? বিশ্বাস করেন ওইদিন ই নিজের জীবন টা শেষ করে দিতাম যদি না আমার জীবনে নাদিয়ার আগমন না ঘটত। আসলে তরীর বিয়েতেই নাদিয়ার সাথে দেখা।খেতে বসে মুরগীর লেগ পিস সবচে বড়টা আমার প্লেটে তুলে দিয়েছিল সেই জন্য আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই নাদিয়াই আমার মন বিদ্ধস্ত করে দিয়ে আরেকজন এর বিয়েতে আমারই চোখের সামনে একটা ছেলেকে চিংড়ির পিস বড়টা তুলে দিল।আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম