ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে বের হওয়া।
৬০৫. ঈদুল ফিতরের দিন বের হওয়ার আগে আহার করা। ৯০৫। মুহাম্মাদ ইবনে আব্দুর রহীম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) খেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক রিওয়ায়াতে আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি তা বেজোড় সংখ্যক খেতেন। —সহীহ বুখারী, হাদীস নং ৯০৫ (আন্তর্জাতিক নং ৯৫৩) তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন হাদীসের বর্ননাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ) (মৃত্যু ৯৩ হিজরী)