
আসসালামু-আলাইকুম। গত ০৪/০৮/২০২৪ তারিখে সন্ধায় আশুলিয়া থানার সামনে গোলা-গোলির পরে গিয়ে ডান হাতের হাড় ভেঙ্গে গেছে। ১১/০৮/২০২৪ তারিখে অপারেশন, আজ আমার স্ত্রী-কে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে হয় তো কিছু ক্ষনের মধ্যে শুরু হবে। সবার কাছে আমার অনুরোধ, সবাই মিলে আমার স্ত্রী-র জন্য দোয়া করবেন। আল্লাহ্ যেনো তার রহমতের দ্বারা অপারেশন টি সঠিকভাবে সুন্দর মত করিয়েনেন। আমিন। 🤲🤲🤲


Mostofa kamalさんをフォローして最新の投稿をチェックしよう!