সরস্বতী পূজার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন


ゲスト2023/01/27 14:51
フォロー

মালদা :সরস্বতী পূজা উপলক্ষে ফ্রেন্ডশিপ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বস্ত্রদান অনুষ্ঠান। এবার ক্লাবের ১৪ তম বর্ষে পদার্পণ। প্রতিবছরের ন্যায় এ বছরও শতাধিক গরীব দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র ও বাচ্চাদের লেখাপড়া সামগ্রী বিতরণ করা হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম মন্ত্রী সাবিনা ইয়াসমিন, টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তিওয়ারী, প্রাক্তন কাউন্সিলর অঞ্জু তেওয়ারি, ক্লাব সদস্যা কবিতা গুহ, দিলীপ কুমার যাদব সহ অন্যান্যরা। ক্লাব সদস্য ওম তিওয়ারী জানান, ফ্রেন্ডসিপ ক্লাবের পূজা এবার ১৪ বছরের পদার্পণ করল। প্রতিবছরের মত এবছরও আমরা শতাধিক গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও খুদে দের মধ্যে লেখাপড়া সামগ্রী বিতরণ করা হল।

সরস্বতী পূজার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

シェア - সরস্বতী পূজার শুভ উদ্বোধন করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

ゲストさんをフォローして最新の投稿をチェックしよう!

フォロー

0 件のコメント

この投稿にコメントしよう!

この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。