সুন্দর একটা ভুতের গল্প বলছি যা আমার নিজের সাথে ঘটেছে একদিন রাত বার টার সময় আমি আর আমার ছোটো ভাই বাড়িতে একা। বাসায় কেহ নাই বাবা মা বড়ো ভাইয়া সবাই। ফুফু দের বাসায় বেড়াতে গেছে তখন প্রতিদিন কের মতো আমরা রাতের খাবার খেয়ে । যে যার ঘরে চলে গেলাম তখন বাজে রাত প্রায় বার টা আমার ছোটো ভাইয়া তো ঘুমাই গেছে আমি আবার একটু খাওয়ার পরে হাটাহাটি করি। তখন আমি দেখলাম চারজন মানুষ নুপুর পরা অনেক লম্বা লম্বা হাতে চুরি হেতে যাচ্ছে আমাদের রাস্তা দিয়ে। দেখলাম চারজন। গাছে উঠছে অনেক তাড়াতাড়ি। গাছে উঠে বসে আছে