মুন্সিপুকুর :
আমার দৈত্যটা দেখি অনেক উন্নত করেছে...সুজন কুলিং কর্নার, নাজিম স্টোর এগুলা হটিয়ে সে একটি রেস্টুরেন্ট খুলেছে..নাম দিয়েছে "কাপল কর্নার "... এখন সমস্যা হলো এই রেস্টুরেন্ট নাকি হান্নানের ভোলা কমিটি চায়ের দোকানের ভাত মেরে দিয়েছে...এটা হওয়ার পর থেকে আর কেউ হান্নানের কাছে ঘাম মাখা রুটি খেতে যাই না...আমি ভাবলাম ঘুরে আসি একটু রেস্টুরেন্ট টার থেকে..গিয়ে পিছনের দিকে বসলাম..কাস্টমার আছে ভাল..খাবার অর্ডার দিলাম..হটাত দেখলাম মোজাম্মেল বসে আছে...সে হলো কসাই কোরবানির সময় বাড়ি বাড়ি গিয়ে গোস্ত কাটে শালাই করে কসাই এর কাজ আবার নাম রাখছে ইমাম সাহেবের মত..এখন তার নাম নিয়ে সমস্যা না.. প্রব্লেম হলো সে আসছে তার প্রেমিকাকে নিয়া..মাথা ১০০-১০০..আবার আরেকদিক থেকে কিট কিটামির আওয়াজ পাইলাম..তাকিয়ে দেখি একটা কাপল হাত মারামারি (খুনসুটি) করছে.. আরো ভাল করে তাকিয়ে দেখি কি এইটা তো ময়লা ওয়ালা সবুজ..আমাদের গলির ময়লাওয়ালা...সে ও তার জি এফ নিয়ে আসছে আর জি এফ তাকে বলছে," আহ! রাফি দুষ্টামি করোনা"
ইচ্ছা করতেছে চিল্লাইয়া যাই বলি যে আরে এই শালা গত দুইদিন ময়লা নেস নাই কেন? আর রাফি তোর নাম? হালা ছ্যাঁচড়া এই নাম তর বাপ রাখছে?? "
খাবার চলে এসেছে..খাইতে খাইতে দেখলাম মোজাম্মেইল্লা তার জি এফ রে খাওয়াই দিচ্ছে...আরে বেয়াদপ নাট্যমি করার জাগা পাও না? ওই মাইয়ার হাতে কি কুত্তাই কামড়াইছে? খাইতে পারে না কেন? অটিস্টিক?
আমিও তো তোদের খাবার টাই খাচ্ছি আমি কেমনে খাইতছি?
আবার খাওয়াই মনোযোগ দেয়ার আগেই শব্দ হলো তাকিয়ে দেখি সবুইজ্জা তার প্রেমিকার গালে খাবার লাগাই দিচ্ছে.. আরে ওই ফকিন্নির বাচ্চা ভাতে ভাত পাস না খাইতে খাওন পাস না এখানে নষ্টামি করতেছস?
ওইদিকে মোজাম্মেইল্লা কি জানি খুজতাছে..জিএফ বলতেছে, "কিসে বাবু?"
হে কয়," আরে তোমাকে মশা যেটা কামড়াইছে ওইটারে খুজি। আমার বাবুর রক্ত খাইছে আমি তারেই খেয়ে ফেলব"
ওরে খান্ডাসের বাইচ্চা বিয়ার গ্রিলস মশা খাইতে পারে নাই এখনো তুই কি খাবি শালা?
হটাত দৈত্য টা এলো..বলল," স্যার আপনি সিংগেল তাই বেশি মাথা গরম করিয়েন না"
আমি বললাম,"ফাতরামি কর আমার লগে?? ওইদিকে চাইয়া দেখ ওই সারি তে মাইয়া টার দিকে ৩ ঘন্টা ধরে লুক মারামারি করতেছি..গ্রিন সিগনাল ও দিছে"
যাই হোক এই "কাপল কর্নার" রেস্টুরেন্টে আমার মত সিংগেল এর কাজ নাই তাই বের হয়ে হাটা দিলাম লাকি ফার্মেসির দিকে....
0 件のコメント
この投稿にコメントしよう!
この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。