
ধীরে ধীরে শম্বুক গতিতে জড়িয়ে ধরছে আবসাদ। তলিয়ে যাচ্ছি একটু একটু করে অন্দকার গুহার অন্দরে।
চেনা প্রিয় সম্পর্কগুলো কেমন যেন অচেনা মনে হয়।
সকলেই আজ নিজ নিজ বৃত্তের মাঝে ব্যস্ত।অনুক্ষন একা ঘুরেবেড়াই আমি একাকিত্বের নির্জনে, মনের গোপনে।
খুঁজে ফিরি আজ ফেলে আসা সেই দুরুন্তদিন গুলো।
লুকিয়ে সিনেমা, সাইকেল চেপে ঘুরেফেরা আনমনে, জানি না কে কোথায় আছে....কি ঘঠছে কার জীবনে।
তারাও কি সব তলিয়ে গেছে আজ একাকিত্বের গহনে.?
দিন টা তো ভালোই কাজ করে পার করে দিচ্ছি কিন্তু...দিনের শেষে রাতে নির্জনতা নিয়ে আসে একাকিত্বের অনুভব,
আর টুকরো টুকরো স্মৃতি!
Nimul Tapsirさんをフォローして最新の投稿をチェックしよう!