ভালুকায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন


Desh News 24 Tv2022/08/15 11:29
フォロー
ভালুকায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

আবিদ হাসান, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৫ আগষ্ট) ভালুকা বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও উপজেলা চত্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজ্বী রফিকুল ইসলাম, ডেপুটি এটর্নি জেনারেল এস এম আশরাফুল হক জর্জ, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ একে. এম মেজবাহ উদ্দিন কাইয়ুম সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এছাড়াও ভালুকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুরুপ কর্মসূচি পালিত হয়।

シェア - ভালুকায় ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন

Desh News 24 Tvさんをフォローして最新の投稿をチェックしよう!

フォロー

0 件のコメント

この投稿にコメントしよう!

この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。