আকাশে লিখো না ডেকে যাবে।


SS2022/07/04 02:07
フォロー
আকাশে লিখো না ডেকে যাবে।

シェア - আকাশে লিখো না ডেকে যাবে।

SSさんをフォローして最新の投稿をチェックしよう!

フォロー

0 件のコメント

この投稿にコメントしよう!

この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。

mdparvez10

無料画像

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা আঘাত করবেন না। এমন কি পা লাগিয়ে আদর ও করবেন না। মনে রাখবেন❗ বিড়াল একমাত্র মাংসাসী প্রাণী যাকে- আমাদের নবী (সাঃ) ভালোবেসে তার গায়ে হাত বুলিয়ে ছিলেন,কোলে বসিয়েছেন। বিড়াল সেই প্রাণী যে, পবিত্র কাবার গিলাফে গা লাগিয়ে ঘুমায়। বিড়াল সেই প্রাণী যার জন্য মক্কায় মুসল্লিগণ কাতার ভেঙে দাঁড়ায়।তাও তাকে কেউ স্থান থেকে উঠায় না। বিড়াল সেই প্রাণী যাকে পানি পান করানোর জন্য মক্কায় আলাদা লোক নিয়োগ দেওয়া হয়। বিড়াল সেই প্রাণী যার মুখ লাগানো এটো খাদ্য মা আয়েশা মুখে নিয়েছেন। বিড়াল সেই প্রাণী যার জিহ্বা দ্বারা চাটা পানিতে আল্লাহর হাবীব নবী কারিম (সাঃ) ওযু করেছেন। বিড়ালকে সরাসরি হত্যা করা কিংবা অনাহারে রেখে মেরে ফেলা হারাম এ কারণে জাহান্নামে যেতে হবে। [ সহীহ মুসলিম -৫৭৪৫] রাসূল (সাঃ) বলেছেন বিড়াল অপবিত্র (প্রাণী) নয় বিড়াল তো সর্বদা তোমাদের আশেপাশেই ঘুরাফেরা করে থাকে। [ সুনানে আবু দাউদ-৭৬ ]

বিড়াল এর গায়ে কখনো পা দিয়ে লাথি কিংবা লাঠি দ্বারা

mdparvez10

無料画像

চোখজুড়ানো গোলাপি পদ্ম

চোখজুড়ানো সবুজ দিগন্ত বিলে গাড় সবুজ পাতার মাঝে হালকা গোলাপি রংয়ের পদ্ম ফুলের উঁকি। ফোটা পদ্মের সঙ্গে কুঁড়িগুলো মাথা তুলেছে নতুন করে ফোটার আশায়। সবুজ পাতা আর গোলাপি পদ্মের মিলন মেলায় মনের আনন্দে নির্ভয়ে বিচরণ করছে পানকৌড়ি আর ডাহুক। ফুটন্ত পদ্মের মাথায় খেলা করছে প্রজাপতি আর ভ্রমরের দল। প্রকৃতির এমন প্রেমের আলিঙ্গণের নয়নাভিরাম অপরূপ দৃশ্যের দেখা মিলেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মটবাড়িয়া পদ্ম ফুলের বিলে। জেলার এ পদ্ম বিলটি বর্তমানে বুড়োর বিল হিসেবে পরিচিতি পেয়েছে। হালকা গোলাপি রঙের পদ্ম ফুলের সৌরভ ও সৌন্দর্য যেমন মানুষের মনকে আকর্ষণ করে তেমনি খাদ্য ও ঔষধিগুণে সমৃদ্ধ এ ফুল অনেক জনপ্রিয়। পদ্ম ফুল অনেকের কাছে আবার বিশুদ্ধতা ও পবিত্রতার প্রতিক হিসেবে গণ্য। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মাঠবাড়িয়া বুড়োর বিল। গত তিন দশক ধরে বর্ষাকালে এ বিলে ফোটে গোলাপী রঙের অসংখ্য পদ্ম ফুল। তবে গত দুই বছর ধরে প্রকৃতি প্রেমীদের কাছে এটি মাঠবাড়িয়ার পদ্মবিল নামে পরিচিত হয়ে উঠেছে। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত

চোখজুড়ানো গোলাপি পদ্ম

ゲスト

無料テキスト

ফ্যাশন ডিজাইনার হিসেবে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় বা প্রতিষ্ঠিত হওয়া যায়?

আপনি কি ফ্যাশন ডিজাইনার? আপনি কি ফ্যাশন ডিজাইনার হতে চান? আপনি কি কোর্স কমপ্লিট করেছেন? তাহলে এই ব্লগটি আপনার জন্য!!আজকে এটা জানাব যে কিভাবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার হিসেবে তৈরি করবেন! আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ধীর বিশ্বাস করতে হবে যে আপনি পারবেন। আপনাকে শিখতে হবে, সাথে শেখাতে হবে। অনুশীলন এর বিকল্প নেই। আপনার মনের পরিধি বাড়াতে হবে। বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের স্টাইল, আচরণ ইত্যাদি লক্ষ্য করুন। খেয়াল করুন আপনার আশেপাশের লোকজন কি পছন্দ করে, তাদের ড

ফ্যাশন ডিজাইনার হিসেবে কিভাবে ক্যারিয়ার গঠন করা যায় বা প্রতিষ্ঠিত হওয়া যায়?