২১ শে ফেব্রুয়ারি


ゲスト2022/07/03 09:09
フォロー

It's a poem for the international mother language day

একটি বছর ঘুরে আবার

একুশ তুমি এলে ফিরে,

মোদের প্রিয় বাংলাদেশে।

যুগ যুগান্তর আস তুমি

আমাদেরই ঘরে ঘরে।


কেমনে করিব জয়গান তোমার

একুশ তুমি বলে দাও আমায়

যতদিন বাঁচিব এই ধরায়

তোমার গুণ কীর্তন করে যাব সবাই

এই প্রতিশ্রুতি দিলাম তোমায়।


একুশ তোমার আগমনে

বাংলা মা, কাঁদে নিরবে

নয়নের জলে মাটি যায় ভিজে।

রাষ্ট্রভাষা বাংলা চাই

মুখরিত হয় শ্লোগানে।


নিজের জীবন বিপন্ন করে,

রুখে দাঁড়ায় নিরাভয়ে,

হঠাৎ বুকে বুলেট লেগে

জব্বর-সালাম-বরকত

লুটিয়ে পর মাটির প'রে।


জীবন দিয়ে এনেদিল যারা

রাষ্ট্র ভাষা বাংলাকে

হাজার প্রণাম রহিল

তোমাদের চরণে।

যুগে যুগে স্মরণ করিব

ভুলিতে নাহি পারি

অমর তুমি, একুশে ফেব্রুয়ারি

シェア - ২১ শে ফেব্রুয়ারি

ゲストさんをフォローして最新の投稿をチェックしよう!

フォロー

0 件のコメント

この投稿にコメントしよう!

この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。