
গোধূলি লগনে আমি স্বপ্নে বিভোর
চেয়ে আছি কোন এক খেলার মাঠে
উত্তরের বাতাসে মন ভোলায় ,
তাকিয়ে আছি
সবচেয়ে বড় শ্যামা মেয়েটির দিকে ,
খেলছে সে ছোট ছোট বাচ্চাদের সাথে
তার গায়ে নীলিমা রঙের জামা
তার হাসি তার দৌড়ানো
আমি মুগ্ধ ,
তার চেহারা দেখেনি
কখনো মনে হয়
কিন্তু হৃদয়ের চোখ দিয়ে
দেখেছি মনে হয় হাজারো বার ,
ইচ্ছে করছে তাকে স্পর্শ করি
ছুঁয়ে দিই
আমার অনুভূতি দিয়ে
তার হৃদয়ে আবদ্ধ সমীকরণ ,
আর বলি
তুমি কি আমার সেই শ্যামা
যার অন্তর কুঠিরে চিন্তা-চেতনায়
দিক নক্ষত্রের তাঁরায়
নিজের ভূবনকে ভুলে
ডুব দিয়ে ছিলাম
তোমার অথৈই সাগরে ,
ভেসে বেড়ানো মম মাখা
কদম ফুলে রাঙানো ,
বাতাসে সুবাস ছড়ানো
নীলকন্ঠ হৃদয়ে
দূরের ঘাসেরা উঁকি দেয়
ফড়িং গুলা মেঘ ভাসে
তোমারে উৎসবে ,
তুমি মেতেছো বিকেলের রাশি রাশি মগ্ন খেলায় ,
আমি মেতেছি
স্বপ্নের বুনো জালে
কৃষ্ণ ফুলে সাজানো
তোমার এক পৃথিবীতে !
0 件のコメント
この投稿にコメントしよう!
この投稿にはまだコメントがありません。
ぜひあなたの声を聞かせてください。